চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর এলাকায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড টিয়ার শেল ও ৯ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
সোমবার বিকেল ৫টার দিকে স্থানীয় আওয়ামী লীগ হরতাল বিরোধী মিছিল বের করলে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিভাবে আহতদের নামপরিচয় জানা যায়নি। তবে, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
গুরুতর আহত অবস্থায় জাকির হোসেন খোকা (৫০) নামে একজনকে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা পরামর্শ দেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার বিকেলে আওয়ামী লীগ হরতাল বিরোধী মিছিল বের করলে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল ছোড়ে। পরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) আমির জাফর জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড টিয়ার শেল ও ৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।