প্রতিনিধি
গতকাল বৃহস্পতিবার মোটর সাইকেল দুর্ঘটনায় হাফেজ কামরুজ্জামান (১৮) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কামরুজ্জামান হাজীগঞ্জ উপজেলা ইসলামী ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি আলীগঞ্জস্থ হযরত মাদ্দাহ খাঁ (রঃ) মাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শামছুল হুদার বড় ছেলে। নিহতের গ্রামের বাড়ি উপজেলার ১১নং হাটিলা ইউনিয়নে। এদিন সকাল আনুমানিক ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের এনায়েতপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় কামরুজ্জামানের সাথে থাকা মোটর সাইকেল আরোহী তার অপর দু বন্ধু মারাত্মক আহত হয়ে বর্তমানে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এনায়েতপুর এলাকার স্থানীয় ব্যবসায়ী রহিম মিয়া এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি জানান, বিকট শব্দে মোটর সাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে। দৌড়ে গিয়ে দেখি আহতরা সড়কের পাশে পড়ে কাতরাচ্ছে। আমরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, মোটর সাইকেল চালক কামরুজ্জামানের অবস্থা বেগতিক বিধায় আমরা তাকে কুমিল্লা রেফার করি।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কুমিল্লা হাসপাতালে ভর্তি করানোর আগেই সে মারা গেছে বলে কর্মরত চিকিৎসক জানান। যার কারণে আমরা তার লাশ হাজীগঞ্জে নিয়ে আসি।
হাফেজ কামরুজ্জামানের নামাজে জানাজা তার বাবার কর্মস্থল আলীগঞ্জস্থ হযরত মাদ্দাহ খাঁ (রঃ) মাজার জামে মসজিদ মাঠে গতকাল বাদ আছর অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এই মাদ্দাহ খাঁ (রঃ) মাজার জামে মসজিদেই এদিন বাবার অনুপস্থিতিতে ফজরের নামাজের ইমামতি করেছিলেন হাফেজ কামরুজ্জামান। জেলার নামকরা এই মসজিদে ইমামতি করার মাত্র কয়েক ঘণ্টা পরেই মোটর সাইকেল কেড়ে নেয় এ তরুণের জীবন। তার মৃত্যুর খবরে আলীগঞ্জসহ পুরো হাজীগঞ্জে শোকের ছায়া নেমে আসে। হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) কুতুব উদ্দিন চাঁদপুর কণ্ঠকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।