হুমায়ুন কবির / সাখাওয়াত হোসেন
হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল ১৫ই ফেব্রয়ারী এ দিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন চেয়াম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩জন, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন । গতকাল শনিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসার হোসনা আফরোজার কার্যালয়ে উপস্থিত হয়ে স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কার্য্যকারি সদস্য অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, কেন্দ্রীয় ওলামা দলের সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র কার্য্যকারি সদস্য মাওলানা নজরুল ইসলাম তালুকদার, হাজীগঞ্জ মডেল ইউনির্ভাসিটি কলেজের অধ্য ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান রোটা মামুনুর রহমান মজুমদার ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম খান। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়াম্যান হারুনুর রশিদ মুন্সী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মজুমদার রানা, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক নাদিম উল্যাহ্ নাদিম, চাঁদপুৃর সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা নাজমুল আলম চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক এম.এ নাফের শাহ্, শহর আওয়ামীলীগের কার্য্যকারি সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি সত্য ভ্রত ভদ্র মিঠুন, উপজেলা আওয়ামীলীগের কার্য্যকারি সদস্য ও বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন মিয়াজী, আওয়ামীলীগ নেতা মো. জসিম উদ্দিন, জামায়াত প্রার্থী মোজাম্মেল হক পরান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মো. মোরশেদ আলম, জাতীয়পার্টির প্রার্থী জিয়াউর রহমান বিপুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হিটু, পৌর ছাত্রদল সভাপতি শাহাবুদ্দিন শাবু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিএনপি সমর্থিত একক প্রার্থী রাবেয়া আক্তার রুবি, আওয়ামীলীগ সমর্থিত একক প্রার্থী পারভিন ইসলাম আওয়ামীলীগের হাজীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা, জাতীয় পার্টির শিউলী মাহ্মুদ। মনোনয়ন পত্র জমাকে ঘিরে উপজেলা প্রশাসন কার্য্যালয়ে ছিল উৎসব মুখর পরিবেশ। প্রার্থীর সাথে আগত নেতাকর্মীদের সরগরমে আরও উৎসবের আমেজ বাড়িয়ে তুলে। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও হাজীগঞ্জ ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হিটু ব্যান্ডপাটি নিয়ে নেতাকর্মী সহকারে ভিন্ন আঙ্গীকে মনোনয়ন জমা দিতে হাজির হন উপজেলা চত্তরে যা নির্বাচনী আমেজের জানান বলে মন্তব্য করেছেন অনেকেই।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।