হাজীগঞ্জ সংবাদদাতা: হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আকতার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুরে শ্যামলী গুচ্ছগ্রাম পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপরে তিনি শ্যামলী গুচ্ছগ্রাম পরিদর্শন ও গুচ্ছ গ্রামে বস-বাসরত বিভিন্নজনের সাথে তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং সমাধানের আশ^াস প্রদান করেন।
একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আকতার মুজিব শতবর্ষ উপলক্ষে একই ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ‘ক’ শ্রেণির মানুষের (যাদের জমিও নাই ঘরও নাই) পুনর্বাসনের জন্য নির্মিত ঘর ও আরো ঘর তৈরী করতে জমির সন্ধান, বিরোধ নিষ্পত্তি, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
শিরোনাম:
মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৮ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।