স্টাফ রিপোর্টার:
জেলার হাজীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পরাণসহ জামায়াতের আট নেতা-কর্মীর জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরণ করেছেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিট আদালত।
মঙ্গলবার বিকেলে একটি মামলার হাজিরা দিতে গেলে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিট সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউছুফ।
জেল হাজতে প্রেরণকৃতরা হচ্ছেন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মীর হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পরাণসহ জামায়াত ও শিবির কর্মী মহসিন উদ্দিন, মোস্তফা মিয়া, রাশেদ, কাউছার হোসেন, আরিফ হোসেন ও আবদুর রহমান।
উল্লেখ্য, জামায়াত নেতা মুজাহিদ ও বিএনপি নেতা সাকা চৌধুরীর ফাঁসি কার্যকর হবার পর হাজীগঞ্জ আল কাউছার স্কুলে গায়েবানা জানাজার নামাজ আদায় করার দায়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুল মান্নান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশের দাবী করেছেন, অনুমতি ছাড়া সমাবেশ করায় এজহার নামীয় ২৯ জনসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করা হয়েছে।
ুুুু