মিজান লিটন, ঃ
ঢাকার মতিঝিলে ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের কর্মচারী চাঁদপুরের রিয়াদ (১৭) কে হোটেল মালিক কর্তৃক গুলি করে হত্যার ঘটনায় তার গ্রামের জেলার হাজীগঞ্জ উপজেলায় শোকের মাতম বইছে।
নিহত হোটেল কর্মী রিয়াদের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় রিয়াদের নিজ বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জেলার হাজীগঞ্জ উপজেলার হাড়িয়াইন গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ পড়ান মাওলানা হুমায়ন আহমেদ।
গত বুধবার হোটেল মালিক আরিফুল ইসলাম সোহেল রিয়াদুল ইসলাম রিয়াদ নামে এক কিশোরকে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে গুলি করে হত্য করে। পরে এ ঘটনাকে গল্প সাজিয়ে হোটেল মালিক আরিফুল ইসলাম সোহেল পার পাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু পুলিশ সিসিটিভির ফুটেজ দেখার পর আসল ঘটনা বেড়িয়ে আসে। ঘটনায় ঐ রেস্তোরার ম্যানেজারকে আটক করা হয়েছে। এই ঘটনার মূল আসামী আরিফুল ইসলাম সোহেল পলাতক রয়েছে বলে জানা যায়।
নিহত রিয়েদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন গ্রামে। তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে। রিয়াদের লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে পাশবর্তী হাজারো লোক লাশ দেখতে ভিড় জমায়।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।