স্টাফ রিপোর্টার
চাঁদপুর: চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় মুজাহিদ ও সাকা চৌধুরীর গায়েবানা জানাযার নামাজ আদায়ের অপরাধে শিক্ষক গোলাম ফারুক ইয়াহিয়া (৪৩) ও বলিয়া গ্রামের জামায়াত কর্মী জাকির হোসেন (৬৬) কে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় হাজীগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. মুর্শিদুল ইসলাম এ দন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত শিক্ষক গোলাম ফারুক ইয়াহিয়া (৪৩) হাজীগঞ্জ আল-কাউছার ক্যাডেট মাদ্রসার প্রধান। জামায়াত কর্মী জাকির হোসেন (৬৬) উপজেলার বলিয়া গ্রামের বাসিন্দা।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, রবিবার ভোর সাড়ে ৬ টায় পুলিশি টহল দিচ্ছিলো। এ সময় হাজীগঞ্জ পৌরসভার পশ্চিম মকিমাবাদ অবস্থিত আল-কাউসার স্কুল ও ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গনে গায়েবানা জানাযার নামায আদায় করছিলেন দন্ডপ্রাপ্তরা। গায়েবানা নামাজের জানাযায় অংশ নেয়া আরো কয়েকজন জামায়াত কর্মী পুলিশের টের পেয়ে পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিনা অনুমোদিতে গায়েবানা জানাযা ও সমাবেশ করার অপরাধে তাদের এই কারাদন্ড দেয়া হয়েছে।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।