চাঁদপুর-লাকসাম রেলপথে অজ্ঞাতনামা মহিলার (৫৫) ট্রেনের নিচে কাটা পরে দ্বিখন্ডিত হয়ে মৃত্যু হয়েছে। পুলিশের উপ-পরিদর্শক আবদুল মান্নান মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ১০টায় হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় নামকস্থানে।
পুলিশ জানান, সকালে রেললাইনের পাশে পরে থাকা দ্বিখন্ডিত মহিলার মৃতদেহ পথচারিরা দেখতে পেয়ে পুলিশকে জানায়। দুপুর ১টায় পুলিশ লাশটি উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসে।মৃত মহিলার পরিচয় পাওয়া যায়নি।
চাঁদপুর রেলওয়ে থানার অফিসার্স ইনচাজ মোঃ উসমান গনি পাঠান জানায়, চাঁদপুর-লাকসাম রেলপথে চলাচলকারী ড্যামু ট্রেন সকালে চাঁদপুর আসার পথে অজ্ঞাতনামা মহিলা ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। রেলওয়ের পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।