সংবাদদাতা : চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে এক পিকেটারকে আটক করায় হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলমসহ সঙ্গীয় ফোর্সকে অবরুদ্ধ করে রাখে ছাত্রদলের কর্মীরা। পরে সহকারী পুলিশ সুপার আবু হানিফ, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১২ টায় হাজীগঞ্জ বাজারের টাওয়ার মার্কেট থেকে পুলিশ পিকেটার আরিফ সর্দারকে (২২) আটক করে। পরে তাকে থানায় নিয়ে যাবার সময় মার্কেটের সবগুলো গেইট আটকে দেয় অবরোধকারীরা। এতে শহরে উত্তেজনা বিরাজ করলেও পুলিশি তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।চাঁদপুরের (হাজীগঞ্জ) সহকারী পুলিশ সুপার আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।