রফিকুল ইসলাম বাবু ।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী। বৃহস্পতিবার রাতে গায়ে হলুদ অনুষ্ঠান চলাকালে পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ের আয়োজন পন্ড হয়ে যায়। ওই স্কুল ছাত্রী উপজেলার কালচোঁ দক্ষিন ইউনিয়নের ওড়পুর মুন্সী বাড়ীর প্রবাসী আবুল খায়েরের মেয়ে। সে রামপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষীপুর মুন্সী বাড়ীর ইয়াছিনের সাথে বিয়ের প্রস্ততি চলছিল। চেয়ারম্যান ওড়পুর গ্রামের ইউপি সদস্য আবুল বাশারকে অবহিত করলে রাতেই হাজীগঞ্জ থানার এস আই শাহীদসহ সঙ্গীয় ফোর্স গায়ে হলুদ অনুষ্ঠানে পন্ড করে দেয় । পরে বিয়ে বাড়ীর প্যান্ডেল খুলে পেলে এবং বিয়ের আয়োজনকারীদের অঙ্গীরনামা নিয়ে বিয়ের কার্যক্রম বন্ধ রাখার নির্দশ দেয়া হয়। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ও হাজীগঞ্জ থানা উপ-পরির্দশক শাহীদ বাল্য বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।