চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়ন জামায়াতের আমীর রফিকুল ইসলামসহ (৪৫) বিএনপি জামায়াতের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাত থেকে সোমবার সকাল নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে জামায়াতের ছয় জন ও বিএনপির তিন নেতাকর্মী রয়েছেন। তাদের মধ্যে মতলব উত্তরে জামায়াতের দুইজন, মতলব দক্ষিণে একজন, শাহরাস্তিতে জামায়াতের এক ও বিএনপির দুইজন, চাঁদপুর সদরে জামায়াতের একজন, হামইচরে বিএনপির একজন ও হাজীগঞ্জে জামায়াতের ইউনিয়ন আমীর।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, গ্রেপ্তারদের মধ্যে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি ও বাকিরা বিভিন্ন মামলার অভিযুক্ত আসামি।