শেখ মোহাম্মদ মানিক ঃ
আজ বৃহষ্পতিবার শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-১৪ হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে। ৩য় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। অত্যান্ত সুন্দর ও মনোরম পরিবেশে সকাল ১০.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলার আহবায়ক ও প্রভাষক (আরবি) হযরত মাওলানা মোহাম্মদ মাছুম বিল্লাহ বাগদাদী এবং কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন গাজী মুহাম্মদ আবদুর রাহিম। পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ মাঈনুদ্দিন ও যুব সেনা নেতা মোহাম্মদ বেলাল হোসেন তালুকদার। বৃত্তি পরীক্ষা পরিচালনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্রসেনার নেতা মো. আরিফুল ইসলাম, মো. রহমত উল্লাহ, মো. আল আমিন মজুমদার প্রমুখ।
শিরোনাম:
রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।