হাজীগঞ্জ উপজেলার পূর্ব রাজারগাঁও সিএনজি অটোরিক্সার চাপায় রাফসান (৯) নামে এক শিশু শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে।
আজ সকাল ১০টায় পুর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখ সড়কে এ মৃত্যুর ঘটনাটি ঘটে। রাফসান রাজারগাঁও গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে উল্লেখিত বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু রাফসান বিদ্যালয়ের আসার পথে বেপরোয়া গতিতে আসা সিএনজি অটোচালক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানায়।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক ফারুক লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। সিএনজি চালককে খুঁজে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাফসানের মৃত্যুর খবর শুনে ওই এলাকায় এখন শোকের মাতম চলছে।