এম. সাখাওয়াত হোসেন মিথুন :
গত ৩১ ডিসেম্বও সোমবার সকাল সাড়ে ১০টায় হাজীগঞ্জ কংগাইাশ দাস বাড়ীতে জায়গার সীমানাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার বিবরণীতে জানাযায়, জায়গার বিগত দিনে এমনি ভাবে কয়েকবার সংঘর্ষ হয়েছিল । বাড়ীর লোক সুবির দাস জানান, মন্টু গং জায়গার সীমানা অতিক্রম করে টিউবলের গোড়া পাকা করতে গেলে নেপাল গং বাধা নিয়ে বলেন আমার সীমানা ছেড়ে কাজ কর, এরেই মধ্যে উভয় পক্ষের তর্ক বিতর্কের এক পর্যায় মন্টু গং নেপাল গংদের উপর নিয়ে আক্রমন করলে উভয় পক্ষের মধ্যেদেশিও অত্র সস্ত্র দ্বারা সংঘর্ষ বেধে যায়, এতে নেপাল গংদের ৩ জন গুরুত্বও আহত হন এরা হলেন – নেপাল চন্দ্র দাসের ছেলে উত্তম কুমার দাস(২৫) ও লিটন দাস (২২) সহ তার স্ত্রী সুবিতা রানী দাস এবং মন্টু গংদের মধ্যে গুরুত্বর আহত হন ২ জন এরা হলেন মন্টু দাস (৩৫) ও তার ছেলে অপুদাস (২৫)। উভয় পক্ষেও আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত উত্তম কুমারকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। ঘটনারস্থলে গিয়ে জানাযায়, জায়গার সীমানা নিয়ে দীর্ঘ্যদিন যাবত উভয় পক্ষের বিরোধ ও আদালতে মামলা চলছিল। বিগত ২ বৎসর পূর্বে স্থানীয় ভাবে উভয় পক্ষের আপোষ মিমাংশার জন্য স্থানীয় শালীশদাররা জায়গার সীমানা নির্ধারণ করে আদালতের মামলা গুলো আপোষ মিমাংসা করে দেন। এদিকে মন্টু গং দাবী করেন আমার জায়গায় আমি কাজ করতে গেলে নেপাল গংরা আমার উপরে হামলা করে।