রফিকুর ইসলাম বাবু ॥
জেলার হাজীগঞ্জ উপজেলার ৯নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের শ্রবণ প্রতিবদ্ধি কিশোরী মরিয়ম আক্তার (১৫) নিখোঁজ হয়েছে। সোমবার ভোরে তার খালার বাড়ী দেবকরা গ্রামের চান কাজী মুন্সী বাড়ী থেকে নিখোঁজ হয়। তার বাবা আহাম্মদপুর গ্রামের ভূঁইয়া আবদুল হাই’র একমাত্র মেয়ে। সে চলতি বছরে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল। এ বিষয়ে শাহরাস্তি থানায় মেয়ের খালু সাইফুল ইসলাম বাদী হয়ে নিখোঁজ ডায়েরী করেছেন। সাইফুল ইসলাম বলেন, রবিবার সকালে সে আমাদের আহাম্মদপুর থেকে বেড়াতে আসে। রাতে আমাদের বসত ঘরে ঘুমায়। সকালে ঘর থেকে বের হয়ে আর ফিরেনি। পরে এলাকায় মাইকিং করা হয়েছে। বাবা আহাম্মদপুর গ্রামের আবদুল হাই কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মেয়ে বাক প্রতিবন্ধি। আমাদের কোন শত্রুতা নেই। ভাই কাউছার আলম বলেন, আমার বোনকে হয়তো দুস্কৃতিকারীরা নিয়ে গেছে। আমার বোনকে প্রশাসনের মাধ্যমে দ্রুত ফেরত চাই।