স্টাফ রিপোর্টার:
যমুনা ব্যাংক কুমিল্লা শাখার ম্যানেজার মোশারফ হোসেন (৪৭) কে গ্রেফতার করেছে দুদুক। বুধবার রাতে দুদকের সহকারী পরিচালক নুরুল হুদার নির্দেশে উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে তাকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
আটককৃত মোশারফ হোসেন চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ নং কড়াইয়া ইউনিয়নের নলুয়া গ্রামের মিজি বাড়ীর আবদুর রশিদের ছেলে।
দুদকের উপ-পরিচালক আবুল কালাম আজাদ প্রতিবেদককে জানান, এই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় ৪০ লাখ টাকা তছরুপের দায়ে মামলা দায়ের করা হয়। মামলার বাদী যমুনা ব্যাংক কুমিল্লা শাখার কর্মকর্তা আবুল কালাম। মামলা নং ৭৯।
পারিবারিক সূত্রে জানা গেছে, এই ব্যাংক কর্মকর্তা ব্যাংকের এক গ্রাহককে ঋণ দিতে গিয়ে ফেঁসে গেছেন। এদিকে ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে মোশারফ হোসেনের বিরুদ্ধে ৪০ লাখ টাকা তছরুপের অভিযোগ আনেন।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুদক কর্মকর্তাগণ, হাজীগঞ্জ থানার এসআই বিপ্লব কুমার সিংহ ও সার্জেন্ট মামুনের সহযোগিতায় তাকে গ্রেফতার করে কুমিল্লায় নিয়ে গেছে।