রফিকুল ইসলাম বাবু ॥
শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের ধেড়রা এলাকায় মালবাহি ট্রাক ও কাভার্ট ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছে। তবে প্রধান সড়কের উপর ট্রাকটি কাত হয়ে পরায় এবং কাভার্ট ভ্যানের ব্রেক ভেঙ্গে যাওয়ায় দু’টির একটিও সড়ক থেকে সরানো যাচ্ছে না। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের দু’পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়েছে। দুপুর দেড়টা পর্যন্ত দুর্ঘটনা কবলিত ট্রাক থেকে মালামাল অপসারনের কাজ চলছে। মালামাল সরানোর পর যানবাহন দু’টি সড়ক থেকে অপসারন করা হবে বলে জানিয়েছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। জানা গেছে, মাছের খাবার নিয়ে ট্রাকটি চাঁদপুর থেকে চট্রগ্রাম যাচ্ছিল। আর কাভার্ট ভ্যানটি কুমিল্লা থেকে চাঁদপুর আসছিল। হাজীগঞ্জের ধেড়রার কাছে দু’টি যানবাহন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।