বিশেষ প্রতিনিধি
হাজীগঞ্জ পৌরসভা কার্যালয়ের কক্ষ থেকে ৬০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে পৌরসভার কার্যালয়ে এসে মেয়র এবং কর্মকর্তা-কর্মচারীরা চুরির বিষয়টি নিশ্চিত হন।
পৌরসভার কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া জানান, বৃহস্পতিবার বিকেলে কার্যালয় থেকে কর্ম দিবস শেষ করে যাওয়ার সময় তার কক্ষের স্টীলের আলমিরাতে তিনি পৌরসভার বিভিন্ন খাতের ৬০ হাজার টাকা রেখে যান। গতকাল সকালে এসে কক্ষের তালা খুলে ভেতরে প্রবেশ করতে চাইলে ভেতর থেকে দরজাটি বন্ধ পাওয়া যায়। পরে পৌর কার্যালয়ের দক্ষিণ পাশে জালানার গ্রীল কাটা দেখতে পান। জানালার গ্রীল কাটা অংশ দিয়ে একজন পিয়নকে ভেতরে ঢুকিয়ে দরজা খোলা হয়।
তিনি আরও জানান, ভেতরে ঢুকে স্টীলের আলমিরার দরজা ভাঙ্গা পাওয়া যায় এবং ভেতরে থাকা ৬০ হাজার টাকা পাওয়া যায়নি। তবে পৌরসভার অন্য কোনো কাগজপত্র খোয়া যায়নি। তিনি তাৎক্ষণিক বিষয়টি পৌর মেয়র আবদুল মান্নান খানকে অবহিত করেন।
এ বিষয়ে মেয়র আবদুল মান্নান খানের বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, এ ঘটনায় পৌরসভা থেকে অভিযোগ দেয়ার কথা রয়েছে।