আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে গতকাল বৃহস্পতিবার মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষদিন পর্যন্ত ২ জন মেয়র তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষদিন পর্যন্ত ৭৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে ৫৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমার শেষ সময় ছিলো। এদিন মনোনয়ন গ্রহণ করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তথা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারী ৬ জন প্রার্থীর মধ্যে ২ জন জমা দিয়েছেন। এঁরা হলেন : বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক মেয়র আলহাজ আব্দুল মান্নান খান বাচ্চু। বাকি ৪ জন মেয়র প্রার্থীর মধ্যে ৩ জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা দলীয় মনোনয়ন না পাওয়ায় সংগৃহীত মনোনয়নপত্র দাখিল করেননি। কাউন্সিলর পদে ৬৬ জনের মধ্যে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। এর মধ্যে একজন কাউন্সিলর প্রার্থী মারা গেছেন।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকারী ৫ জন প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন সাংবাদিক হাবিবুর রহমান, কাজী মামুনুর রশিদ মাসুদ কাজী, মাঈনুদ্দিন মিয়াজী, জহিরুল ইসলাম ও আবু তাহের লিটন ভঁূইয়া।
২নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকারী ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন আলাউদ্দিন মুন্সী, সাংবাদিক সাখাওয়াত হোসেন, রাধাকান্ত রাজু, মোঃ নান্নু মিয়া, রাকিবুল ইসলাম, নাসির উদ্দিন, মোঃ শাহজালাল ও আবিদ মিয়া।
৩নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকারী ৭ জন প্রার্থীর মধ্যে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন রায়হানুর রহমান জনি, জসিম উদ্দিন তপদার, মোঃ মমিন, মোহাম্মদ হোসেন, কামরুল ইসলাম খান ও মহসিন ফারুক বাদল।
৪নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকারী ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন মোহাম্মদ জাহিদুল আজহার আলম, মোঃ তাজুল ইসলাম, মনির হোসেন সাগর ও আবু হেনা বাবলু।
৫নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকারী ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন রিটন সাহা লিটন, সুমন তপদার, আলাউদ্দিন চৌধুরী ও কার্তিক সাহা।
৬নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকারী ৫ জন প্রার্থী মধ্যে ৪ মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন মোঃ শাহআলম, মোঃ রাছেল মিয়া, সাহাব উদ্দিন শাবু ও সাংবাদিক মেহেদী হাছান। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আলহাজ আবু বকর ছিদ্দিক মনোনয়নপত্র সংগ্রহের দিন মারা যান।
৭নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকারী ৩ জন প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন এমরান হোসেন মুন্সী, কাজী মনির হোসেন ও মোঃ শাহজাহান তালুকদার।
৮নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকারী ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন মুরাদ হোসেন মিরণ, হাজী কবির কাজী ও মোবারক হোসেন কাজী।
৯নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকারী ৬ জন প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন আজাদ হোসেন মজুমদার, হাফেজ মোস্তফা কামাল, সালেহ আহম্মদ রানা, শাহাদাত হোসেন বাবুল, মোঃ জামাল হোসেন ও আইয়ুব আলী।
১০নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকারী ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন খোরশেদ আলম ভুট্টো, মোঃ বিল্লাল হোসেন, হাবিব-উন-নবী সোহেল, ফজলুল হক মজুমদার, সৈয়দ আব্দুর রাজ্জাক ও সৈয়দ আলী আজ্জম বৃত্তি।
১১নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকৃত ৪ জন প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন মোঃ শুকু মিয়া, সাংবাদিক মুন্সী মোহাম্মদ মনির, মোঃ হারুন অর রশিদ ও সাদেকুজ্জামান।
১২নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহকারী ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন মোঃ নূরুল ইসলাম বেপারী, মোঃ শাহআলম, মোঃ জহিরুল ইসলাম ও মোঃ শুকু মিয়া।
সংরক্ষিত-১, ২, ৩ ও ৪ নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহকারী ১৫ জন প্রার্থীর সবাই মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সংরক্ষিত-১ (ওয়ার্ড নং : ১, ২ ও ৩) থেকে ২ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন কাজলী রাণী সরকার ও রোকেয়া বেগম।
সংরক্ষিত-২ (ওয়ার্ড নং : ৪, ৫ ও ৬) থেকে ৩ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন শাহিদা বেগম, মমতাজ বেগম মুক্তা ও লুৎফুন নাহার রিনা।
সংরক্ষিত-৩ (ওয়ার্ড নং : ৭, ৮ ও ৯) থেকে ৬ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন জোহরা বেগম, মোসাম্মৎ মিনু আক্তার, সাবিনা ইয়াছমিন নিপা, শারমিন আক্তার মিনু, রোকেয়া বেগম ও ফরিদা ইয়াসমিন।
সংরক্ষিত-৪ (ওয়ার্ড নং : ১০, ১১ ও ১২) থেকে ৪ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন রেজিয়া বেগম, নাজমুন নাহার ঝুমু, বিবি হাওয়া ও জাহানারা বেগম।
উল্লেখ্য, জমাকৃত ৭৪ জন প্রার্থীর মনোনয়নপত্র আসছে ৩ জানুয়ারি হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনাতয়নে প্রার্থী, প্রস্তাব ও সমর্থনকারীর উপস্থিতিতে যাচাই-বাছাই করা হবে। আসছে ১০ জানুয়ারির মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে। ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে আর ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।