সাখাওয়াত হোসেন (মিথুন)ঃ
হাজীগঞ্জ উপজেলার পৌর ৫নং ওয়ার্ড একটি জনবহুল এবং অন্যতম ওয়ার্ড। পৌর ৫নং ওয়ার্ডের অন্ত্মর্গত হাজীগঞ্জ ডিগ্রি কলেজ রোড এর ওভার ব্রীজ রোড হয়ে চৌধুরীবাড়ীর সামনে দিয়ে বয়ে যাওয়া রাস্ত্মার ভয়ানক দশা। ওয়ার্ড কমিশনার নিখিল চন্দ্র সাহাকে বার বার তলব করা এবং এই রাস্তার উপর রাস্তার বাজেট হওয়া সত্বেও রাস্তা সংস্কার করছেন না এতে এলাকাবাসী পৌর মেয়রকে বিষয়টি জানালে তিনি বিষয়টি দেখবেন বলেছেন। এই রাস্ত্মায় অবাদে চলছে মাটি, বালির ট্রাক ও ট্রলি। এই জরাজির্ণ রাস্ত্মার অর্ধেক পূকুরে এবং বাকী অর্ধেক যেন ইট কনকৃট ও ভাঙ্গা রডের নিচু স্তুপ। প্রত্যহ স্কুল ভ্যানে করে মৌত্রি শিশু উদ্ধান, ইকরা মডেল একাডেমী, আল-কাউছার ক্যাডেট একাডেমী ও হাজীগঞ্জ চিলড্রেন একাডেমীতে এসব পরিবারের শত শত শিশু শিক্ষার্থী এই ঝুঁকিপূর্ণ রাস্ত্মা দিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আশা যাওয়া করছে। বিশেষ করে সন্ধ্যারপর বিভিন্ন পেশা জীবি কর্মজীবি ও ব্যবসায়ীরা বাড়ী ফিরতে রিতিমত জীবন ঝুঁকি হয়ে দাড়িয়েছে রাস্ত্মিাটি। রাতের অন্ধ্যকারে গড়িয়ে পুকুরে পরছে রিঙ্া মোটরসাইকেল ও ভ্যানগাড়ী। পৌর শ্বসানঘাট, চৌধুরীবাড়ী, প্রেমা নন্দের বাড়ী, ডাক্তার বাড়ী, বিশিষ্ট ব্যবসায়ী সাহেব আলীর বাড়ী, দাস বাড়ী, করিমের বাগান এমনি হাজারো পরিবারের যাতায়াত পথ এই রাস্ত্মাটি। এছাড়াও ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, হাজীগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজ, হাজীগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ, রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা ও বাজার ব্যবসায়ী, ডাক্তার, প্রভাষক, প্রকৌশলী বিভিন্ন পেশার মানুষ যাতায়াতে চরমদূর্ভোগে ভুগছে। যাত্রি ও মালবাহী রিঙ্া স্কুল ভেন মালবাহী ভেন মোটর সাইকেল মালবাহী ট্রলি অর্ধেক রাস্ত্মায় আর অর্ধেক গর্ত দিয়ে চলছে এই ব্যস্ত্মতম রাস্ত্মার হাজার মানুষের পথ চলা বহুদিন ধরেই রাস্ত্মাটির এই বেহাল দশা। এলাকার ভুক্তভোগি জনগন তাকিয়ে আছেন ওয়ার্ড কমিশনার ও পৌর মেয়রের দিকে।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।