নিজস্ব প্রতিনিধি :
গতকাল শুক্রবার হাজীগঞ্জ বাজারের ষ্টেশন রোডের প্রতিচী ভবনে ২য় তলায় হাজীগঞ্জ প্রেসক্লাবের জরম্নরী সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক বড় মসজিদ সংলগ্ন হাজীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ফার্নিচার সহ জরম্নরী কাগজ পত্র খোয়া যাওয়ার ঘটনায় এ সভার আয়োজন করা হয়। গত সভার সিদ্ধান্ত্ম মোতাবেক বড় মসজিদের মোতায়ালস্নীকে অবগত করে ফার্নিচার বুঝিয়ে না দেয়ায় আইনি প্রক্রিয়ায় যাওয়ার জন্য সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত্ম গৃহীত হয়।
উলেস্নখ্য গত বছরের ২১ এপ্রিল হাজীগঞ্জ মডেল কলেজে উপজেলার সকল সাংবাদিকদের সমন্বয়ে হাজীগঞ্জ প্রেসক্লাবের ১ বছর করে ৫টি কমিটি অনুমোদন দেয়া হয়। এর কয়েকদিন পরেই হাজীগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য অধ্যÿ আলমগীর কবির পাটওয়ারী বড় মসজিদের অফিসের ২ তলায় হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। চলতি মাসে মসজিদ কর্তৃপÿ প্রেসক্লাবকে অবহিত না করে হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয় ভবনের সংস্কার কাজ শুরম্ন করে।গত ২০ সেপ্টেম্বর হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ কার্যালয়ে গিয়ে আসবাসপত্রসহ জরম্নরী দাপ্তরিক কাগজ পত্র না পেয়ে পর দিন মসজিদ কর্তৃপÿকে অবগত করেন। মোতায়ালস্নীসহ মসজিদ কর্তৃপÿ খোয়া যাওয়া মালামালের সুষ্ঠু সমাধান না দিয়ে এড়িয়ে যান। উক্ত ঘটনায় হাজীগঞ্জ প্রেসক্লাবের জরম্নরী বৈঠকে আইনী প্রক্রীয়ায় যাওয়ার সিদ্ধান্ত্ম গৃহীত হয়। উক্ত সভায় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সি মোহাম্মদ মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন এর পরিচালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি শাহাজাহান মুন্সি, কাজী হারম্নন, যুগ্নসাধারণ সম্পাদক কামরম্নজ্জামান টুটুল ও খাজা সফিউল বাসার রম্নজমন,সাংগঠনিক সম্পাদক মনিরম্নজ্জামান বাবলু, অর্থ বিষয়ক সম্পাদক আবুল কাসেম, সাহিত্য সম্পাদক এসএম মিরাজ মুন্সী, তথ্য ও গবেষনা সম্পাদক কাউসার আহমেদ রিপন, কার্যকরী সদস্য হাসান মাহমুদসহ অন্যান্য সদস্য বৃন্দ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।