চাঁদপুর নিউজ রিপোর্ট
হাজীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। হাজীগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির কার্যালয়ে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোহনা টেলিভিশন, দৈনিক আমার দেশ ও চাঁদপুর প্রতিদিনের প্রতিনিধি মুন্সী মোহাম্মদ মনির, সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাব ও দৈনিক চাঁদপুর কন্ঠের ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুল বিজয়ী হয়।
এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক চাঁদপুর দর্পণ অফিস প্রধান হাবিবুর রহমান জীবন, দৈনিক সংবাদ পত্রিকার হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদ, দৈনিক মেঘনা বার্তার উপদেষ্টা জাকির হোসেন লিটন, যুগ্ম সম্পাদক পদে সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খাজা সাফিউল বাসার রুজমন, দৈনিক চাঁদপুর সংবাদের প্রতিনিধি এনায়েত মজুমদার, সাংগঠনিক সম্পাদক দৈনিক চাঁদপুর জমিনের স্টাফ রিপোর্টার গাজী মো. নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক পদে সাপ্তাহিক আমার কন্ঠের সহ-সম্পাদক আবুল কাশেম মুন্সী, অর্থ সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মুনছুর আহম্মদ বিপ্লব, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিনিধি এসএম মিরাজ মুন্সী, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক চাঁদপুর কন্ঠ প্রতিনিধি আলমগীর কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক চাঁদপুর কন্ঠ প্রতিনিধি পাপ্পু মাহমুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক পদে দৈনিক চাঁদপুর দর্পণের হাজীগঞ্জ প্রতিনিধি মঞ্জুর আলম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক পদে দৈনিক চাঁদপুর দিগন্ত প্রতিনিধি তাহের মিসবাহ। কার্যকরী সদস্যরা হলেন, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান মুন্সী, দৈনিক যুগান্তরের প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, লেখক আরিফ ইমাম মিন্টু, দৈনিক মানবজমিন প্রতিনিধি হাসান মাহমুদ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি কাজী হারুন অর রশিদ , দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, লেখক ও কলামিষ্ট কাজী মোরশেদ আলম , দৈনিক আমাদের কুমিল্লা প্রতিনিধি সাইফুল ইসলাম দৈনিক সংগ্রাম প্রতিনিধি ইমাম হোসেন হীরা, দৈনিক আজকালের খবর প্রতিনিধি জহিরুল ইসলাম জয়, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাখাওয়াত হোসেন শামীম, দৈনিক আমাদের সময় প্রতিনিধি অমর দাস। নির্বাচন পরিচালনা করেন প্লেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ইকবালুজ্জামান ফারুক।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।