সুজন দাস ॥
হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল- রামচন্দ্রপুর (বড়কুল পঃ ইউপি) সড়কের নির্মানাধীন ব্রীজের ক্রেন দিয়ে গাডার তুলতে গিয়ে ক্রেন ভেঙ্গে ১জন গুরুতর আহত হয়।
ঘটনা সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ব্রীজের নির্মানাধীন গার্ডার ক্রেন দিয়ে ক্যাপের উপর উঠানোর সময় ক্রেনের গোড়ার অংশ ভেঙ্গে গার্ডারটি ছুটে পড়ে। ঐ সময় নির্মান শ্রমিক ওবায়েদুল ৩৫ ক্যাপের উপর থেকে ক্রেনের ভাঙ্গে যাওয়া অংশের আঘাতে নিচে ব্রীজের বেজের উপর পড়ে যায়। এতে তার দু-হাত, পা ভেঙ্গে যায় এবং বাম চোখ ও কপালে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন ও তার সাথের শ্রমিকগন তাকে হাজীগঞ্জ ইসলামীয়া মর্ডান হাসপাতালে নিয়ে এলে তার অবস্থা আশংকা জনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নিয়ে যাওয়া হয় । আহত শ্রমিকের বাড়ী মানিকগঞ্জ জেলায় অবস্থিত।
এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান এম ইউ (বাশি), এম এ এইচ জাভির প্রকৌশলী জুলপিকার আলী জানান, গার্ডারটি ক্রেনদিয়ে প্রজিশনে বসানোর সময় অতিরিক্ত একপাশে চেপে যাওয়ায় ক্রেনটি ভেঙ্গে যায়। এ সময় উপজেলা প্রকৌশলী উপস্থিত ছিলেননা। পরবর্তীতে এসে ঘঠনার স্থল পরিদর্শন করেছেন।
শিরোনাম:
শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।