প্রতিনিধি
হাজীগঞ্জ বাজারের এক ব্যবসায়ী ১২ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। বাজারের মুদি মালামাল বিক্রেতা, গনেশ স্টোরের মালিক শ্রী গনেশ চন্দ্র সাহা সমবায় সমিতি, ব্যবসায়ী ও বিভিন্ন মহিলার কাছ থেকে ব্যবসার লোভে দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায়। সে উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের আর্শ্বিনি চন্দ্র সাহার ছেলে। গনেশ চন্দ্র সাহার আপন শ্যালক প্রবীর ও সমিরের প্ররোচনায় সে এ টাকা নিয়ে আত্মগোপনে রয়েছে বলে পাওনাদারদের অভিযোগ। তার শ্যালকদের কাছে পাওনাদারেরা গেলে তারা কিছুই জানে না বলে পাওনা টাকার কথা অস্বীকৃতি জানায়। অবশেষে পাওনাদারেরা ব্যবসায়ী সমিতিতে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ গনেশের শ্যালকদের নিয়ে একটি সালিস বসেন। ওই বৈঠকে ব্রাইট স্টার সঞ্চয় ও ঋণদান সমিতির কর্তৃপক্ষ গনেশের কাছে ৫৪ হাজার টাকা পাওনা রয়েছে বিধায় এ টাকা পরিশোধ করেন প্রবীর ও সমীর। গনেশের খোঁজখবর প্রবীর ও সমীরের কাছে না থাকলে কীভাবে সমাধান দিয়েছেন এমন প্রশ্ন বাকি পাওনাদারদের। বর্তমানে গনেশের দোকানটি বন্ধ রয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।