এম. সাখাওয়াত হোসেন মিথুন :
চাঁদপুরের প্রাণকেন্দ্র হাজীগঞ্জকে বলা হলেও এখনো কিছু কিছু বিষয়ে হাজীগঞ্জ অনেক খানি ফিছিয়ে। হাজীগঞ্জ বাজারের উপর দিয়ে বয়ে গেছে জনগুরুত্বপূর্ণ চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক। এই সড়কের দুই পার্শ্বে অবস্থিত ব্যবসা বানিজ্যে স্থান হাজীগঞ্জ বাজার। বাজারের মেইন রোডের দুই পার্শ্বের ড্রেনিজ ব্যবস্থা একে বারের নাজেহাল হয়ে পড়ে আছে। একটু খানি বৃষ্টি হলে যেন ডেবে যায় জনগুরুত্বপূর্ণ সড়কের দুইপাশ। বৃষ্টির পানিতে ড্রেনের ময়লা আবর্জনা উঠে গিয়ে পরিবেশ দূষিত হয়। এতে করে মানুষ চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হয় পথচারীরা ময়লা পানিতে হাটা চলার পর শরীরের বিভিন্ন অংশে রোগে আক্রান্ত হয়। এই পৌরসভাটি প্রথত স্থানে নাম করণ করা হলেও কাজে তার প্রমাণ করে না। পৌরসভার নির্দিষ্ট কোন ময়লা আবর্জনা রাখার স্থান নেই। আবাসিক এলাকার মাঝে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজারের উপরে ময়লার স্তুব হয়ে আছে। এতে করে জনসাধারণ হাটা চলা করতে গিয়ে দূগর্ন্ধে অতিষ্ট। এমনি একটি অবস্থা হয়ে পড়ছে গতকাল বৃষ্টি হওয়ার পর রাস্তাঘাটে। হাজীগঞ্জ বাজারে পানি বন্ধী হয়ে চলাচলে জনসাধারনের দূর্ভোগের সৃষ্টি হয়। ড্রেনে ময়লা বেধে পানি নিস্কাশন না হওয়ার কারনে ভোগান্তির স্বীকার হচ্ছে পথচারীরা। বাজারে ঘুরে দেখা যায় কোন অংশে হাটু সমান পানি বেঁধে আছে। অন্য দিকে বাজার ব্যবসায়ীরা বলে সুইপার বাজারের পরিস্কারের কাজ নিয়োজিত করা হলেও তারা সময় মত না এসে দুপুরে এসে ময়লা পরিস্কার করে। এতে করে সকাল থেকে দুপুর পর্যন্ত পথচারীরা হাটা চলায় দূর্ভোগ পোহাতে হয়। তারা আরো জানায়, ময়লা দোকানের সামনে রাখার কারনে দোকানে ক্রেতা আসতে পারে না।
শিরোনাম:
সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।