হাজীগঞ্জ প্রতিনিধি==
: হাজীগঞ্জ বাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ উভয়দলের ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছে।
বৃহস্পতিবার একই স্থানে তরুন লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে বিকেল ৫টায় এই ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়েরসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে । এসময়ে বিক্ষুদ্ধরা ট্রাক ও সিএনজিসহ প্রায় ১০টি গাড়ী ভাংচুর করে।
সংঘর্ষে আহতরা হলেন, হাজীগঞ্জ থানার ওসি তদন্ত দিলদার আজাদ, খাজা সফিউল বাসার রুজমন(৩০), জহিরুল ইসলাম জয়(৩৫), আরজু (২২), টিটু (২৩), জহির (১৮), রিপন খান (২৫), মোস্তফা (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপি হাজিগঞ্জ-রামগঞ্জ সড়কের বিএনপি কার্যালয়ের সামনে বিকেল ৩ টায় সমাবেশের আয়োজন করে। একই সময়ে তরুন লীগ পাশাপাশি স্থানে সমাবেশের ডাক দেয়। বিকেলে বিএনপি কর্মীরা সমাবেশে যোগ দিতে খন্ড খন্ড মিছিল নিয়ে বাজারে প্রবেশ করলে আওয়ামী তরুণলীগ কর্মীদের সাথে ইট-পটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে বিএনপির সমাবেশ কার্যালয়ের পরিবর্তে হাজীগঞ্জ বাজারের পৌরভবনের সামনে অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে যাওয়ার পথে পুণরায় তরুন লীগ কর্মীরা বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। এসময় সড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীরা চরম দূর্ভোগে পড়ে।
হাজীগঞ্জ থানা অফিসার ইনর্চাজ দেওয়ান আবুল হোসন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে।