এম. সাখাওয়াত হোসেন মিথুন:
গতকাল দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ ষ্টেশন সড়কের একটি গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ঐ গুদামের আনুমানিক ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। পরে হাজীগঞ্জ দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা জানায়, গুদামের ভিতরে ও বাহিরে ফুলের ঝাড়– তৈরির সরঞ্জাম ছিল । স্থানীয়দের ধারণা অগ্নিকান্ডের সূত্রপাত সিগারেটের আগুন থেকে। গুদাম ঘরের ভাড়াটিয়া মাসুম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ভাড়া গুদামের ভিতর পাপশ ও ঝাড়– ছিল এবং বাহিরে ঝাড়– তৈরি করার সরঞ্জাম ছিল। অগ্নিকান্ডের সময় আমি ছিলাম না। গুদাম বন্ধ ছিল। খবর পেয়ে আমি ঘটনার স্থলে আসি। আমি আসার ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের গাড়ী আসে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার (ভারপ্রাপ্ত )মোঃ শামছুর আলম মুঠোফোনে বলেন আমরা খবর পাওয়ার ৩০ সেকেন্ডের মধ্যে স্টেশন ত্যাগ করি এবং ১ মিনিটের মধ্যে ঘটনার স্থলে উপস্থিত হই। গুদামের গেট আটকানো ছিল আমরা গুদামের গেট খুলে আগুন সম্পূর্ণরুপে নির্বাপন করি।