রফিকুর ইসলাম বাবু ॥
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের আল মদিনা হোটেল থেকে জাল নোটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে জাল নোট ক্রয় করার ফাঁদে ফেলে তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৫০ টি এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, জেলার শাহরাস্তি উপজেলার নাইনগর রেনুর বাড়ীর ছিদ্দিকুর রহমান মিজির ছেলে মোঃ হাসান মাহমুদ (৩১) ও ঝালকাঠি জেলার নলছটি উপজেলার চৌদ্দবুড়িয়া চৌকিদার বাড়ীর আবদুস ছালামের ছেলে শাওন আখন্দ (২৮)। গোয়েন্দা পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।