প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন গতকাল সন্ধায় নির্বাচনী তফসিল ঘোষনা করার খবর প্রচার হওয়ার পর থেকেই হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বাজারে অবস্থান করতে শুরু করে। সন্দ্যা সাড়ে সাতটায় বিটিভি ও বিভিন্ন চ্যানেলে প্রধান নির্বাচন কমিশনার আগামী ১০ম জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনার সাথে সাথেই হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যেগে বাজারে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান মিয়াজির নেতৃত্বে মিছিলটি বাজারের মধ্যে কয়েক বার প্রদক্ষিণের পর পরই বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ কৃত টেবিল চেয়ার এবং টায়ার আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। সাথে সাথে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বিভিন্ন যানবাহন চলাচলা বন্ধ হয়ে যায়। এসময় কয়েকটি বাসের গ্লাস ভাংচুর করা হয়। মুহুর্তের মধ্যে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়িরা দোকান পাট বন্ধ করে নিরাপদ জায়গায় এবং কেউ কেউ নিজ বাড়ীতে চলে যায়। আর অবরোধকারিরা রাস্তা অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এভাবে প্রায় তিন ঘন্টা যাবত যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে হাজীগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে চেষ্টা করে। কিন্তু উত্তেজিত নেতাকর্মীরা আরো উত্তেজিত হয়ে উঠে। সংখ্যা কম থাকার কারণে পুলিশ পিছু হটে। পরবর্তীতে উত্তেজিত নেতাকর্মীরে সংখ্যা কমতে থাকলে পুলিশ এসে অবরোধকারিদেরকে রাস্তা থেকে চলে যাওয়ার জন্য বললে তারা চলে যায়। পুনরায় যানচলাচল শুরু হয়।
এদিকে বিএনপির নেতাকর্মীরা বলেন যে পর্যন্ত নির্দলীয় সরকার ব্যবস্থা না করা হবে সে পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা রাস্তা ছেড়ে বাড়ীতে যাবে না। সরকার নিদর্লীয় সরকার ব্যবস্থা ঘোষণা করলে আমরা রাস্তায় অবরোধ করবো না ।
এ দিকে ব্যবসায়িরা বলেন রাজনৈতিক পরিস্থিতি এমন এবং রাজনীতিবিদরা আতংক ছাড়ালে আমরা ব্যবসা করতে পারবো না। তাই রাজনীতিবিদরা রাজনীতি করতে হলে বাজার ছেড়ে অন্য যে কোন জায়গায় গিয়ে রাজনীতি করুক।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন ১০ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করার সাথে সাথেই হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা হাজীগঞ্জ বাজার তথা চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক সড়ক অবরোধ করে। পাশা পাশি হাজীগঞ্জ বাজার, এনায়েতপুর, বলাখাল ও বাকিলায় রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে কয়েক ঘন্টা। রাত ১১ পর্যন্ত এ রিপোট লেখা পর্যন্ত বিএনপির দলীয় নেতাকর্মীরা বাজার থেকে চলে গেলেও বলাখাল বাকিলা ও এনায়েতপুরে অবস্থান করছেন বলে জানাযায়। তবে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক দিয়ে তেমন কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে পুরো উপজেলায় থমথমে বিরাজ করছে।
শিরোনাম:
রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।