চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে প্রথমবারের মতো সপ্তাহ ব্যাপি কম্পিউটার মেলা উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার। বাজারের ডিগ্রি কলেজ রোডস্থ হক টাওয়ারের ২য় তলায় মেলার উদ্বোধন করা হয়।
হাজীগঞ্জ উপজেলা কম্পিউটার সমিতির উদ্যোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুদ্ধকালীন কমান্ডার মজিবুর রহমান মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোস্নাৎ আক্তার, হাজীগঞ্জ কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি মাকছুদুল আলম, সহ-সভাপতি ফখরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন, সহ-সভাপতি আবু ইউসুফ সজীব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সোহাগ, দপ্তর সম্পাদক মহসীন পাটওয়ারী, হাসান মাহমুদ তুহিন প্রমুখ।
হাজীগঞ্জ কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি মাকছুদুল আলম বলেন, এই মেলায় বিশেষ ছাড় রয়েছে।