হাজীগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যপিকা নাছিমা আক্তার আর নেই (ইন্না……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্বামী সৈয়দ জহিরুল হক, ২ ছেলে সৈয়দ নাফিজ ও সৈয়দ মুঈজ সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা কুমিল্লার বরুড়া ভবানীপুর সৈয়দ বাড়িতে গতকাল বাদ এশা অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। লিভার রোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
কলেজে সূত্রে জানা গেছে, নাছিমা আক্তার প্রায় ২২ বছর যাবৎ উক্ত কলেজে অধ্যাপনা করেছেন। তার কর্মজীবন শুরু হয় মডেল কলেজে। তার মৃত্যুতে হাজীগঞ্জ মডেল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে কলেজের অধ্যক্ষ ড. মোঃ আলমগীর কবির পাটওয়ারী গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাসহ কলেজের সকলেই শোক প্রকাশ করেছেন।