সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতাঃ
হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ. মান্নান খান বাচ্চু বলেছেন সোয়া লাখ লোককে সাথে নিয়ে হাজীগঞ্জ মডেল কলেজের দখলে থাকা পৌরসভার ৯৪ শতাংস জায়গা উদ্ধার করা হবে। তিনি গতকাল দ্বিতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প ও (ইউজিআইআইপি-২) এর আওতায় হাজীগঞ্জ পৌরসভার উন্নয়ন পরিকল্পনা (পিডিপি) প্রনয়ের লÿ্যে অনুষ্ঠিত পৌরসভা ভিশনিং সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন পৌরসভার সম্পদ রÿা করা আমার কর্তব্য, মডেল কলেজ পৌরসভার জায়গায় প্রতিষ্ঠিত। এ লÿে তিনি আগামী ২২ নভেম্বর বাজারে ৫০/৬০টি মাইক লাগিয়ে পৌরসভার মডেল কলেজ থেকে উদ্ধারের জন্য ভাষণ দেবেন বলে জানান।
শিরোনাম:
সোমবার , ১৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।