প্রতিনিধি
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী (কাম হিসাব রক্ষক) মোঃ হাবিব উল্যাহ এক শিশুকে বলৎকার করার অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা গুঞ্জন চলছে। বিষয়টি ধামাচাপা দিতে কয়েকজন কর্মকর্তাকে নিয়ে বলৎকার শিশুটির পরিবারের কাছ থেকে এক লিপিতে স্বাক্ষর নিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ জুন রাত ৮টায় অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আকলিমা আক্তারকে প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ হাবিব ঊল্যাহ অফিসে আসতে খবর দেয়। এতে অফিস সহকারী আকলিমা না এসে তারই ভাগিনা শিশু মোঃ রাহিম (১২) কে পাঠায়। পরে হাবিব উল্যাহ তাকে একা পেয়ে অফিস কক্ষে বলৎকার করে। শিশু রাহিমকে বলৎকারের বিষয়টি জানাজানি হলে হাসপাতালের প্যাথলজি বিভাগের মাহ্বুব আলম ঝুটনসহ কয়েকজন কর্মকর্তা গোপনে বিষয়টি ধামা-চাপা দিয়ে দেয়। শিশু রহিমের পরিবারের কাছ থেকে একটি লিখিতপত্রে স্বাক্ষর নেয় এবং ভবিষ্যতে এ বিষয়ে কোন প্রকার মুখ খুললে তাদের বিরুদ্ধে বিভিন্ন ভয়ভীতি মূলক হুমকি প্রদর্শন করে।
এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা বলেন, হাসপাতালে বিষয়টি সমাধান হয়ে গেছে।
হাসপাতাল প্যাথলজি বিভাগের মেডিকেল ট্যাকনোলজিষ্ট মাহবুব আলম ঝুটন এ প্রসঙ্গে বলেন, এটা সমাধান হয়ে গেছে। বাড়াবাড়ি করার দরকার নেই।
শিশুরটির পরিবার জানায়, ঘটনাটি কাউকে না বলতে বারণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কাউকে জানানো হলে শিশু খালা আকলিমার চাকরী থাকবে না বলে হুশিয়ারী দেয়া হয়েছে।
শিরোনাম:
সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।