সাখাওয়াত হোসেন
কোন বিদ্যুৎ সট সার্কিটের ঘটনা নয় শত্রুদের লাগিয়ে দেওয়া আগুনে মহুতের মধ্যে ভস্মিভূত হয়ে একদিন মজরের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন দোকানঘরটি গত ২১ অক্টেবর গভীর রাতে হাজীগঞ্জ, উপজেলার ৯নং পশিচম গন্ধব্য পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কবিরাজ বাড়ীর দিনমজুর তাফাজ্জল মিয়ার দোকানে জানা যায় যে ২৮ বছর পূর্বে পাশ্ববর্তি হরিপুরে গ্রামের লাল মিয়ার মেয়েকে বিবাহ করে দোকানদার তাফাজ্জল মিয়া স্ত্রী-ছেলে মেয়েদের কে নিয়ে দোকানের আয় দিয়ে জীবিকা নির্বাহ করে যাচ্ছে ঐ দোকান শত্রুতার জের ধরে কে বা কারা জ্বালিয়ে দিলো গ্রামের কেউ তা বলতে পারবেনা তাফাজ্জল মিয়ার বক্তব্য এর পূর্বেও দু’তিন বার দোকানের দুদর্শ চুরির ঘটনা ঘটেছে তার পর ও ধার দেনা করে আবার পুনরায় মালামাল উত্তলন করলে গত রবিবার গভীর রাতে শত্রুরা আমার দোকানঘরটি আগুনে পুড়িয়ে দেয়। এছাড়া ও তাফাজ্জল মিয়ার শ্বশুর পাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে ঘর থেকে বের হয়ে আগুনের লেলিহান শিখা দেখে ডাক চিৎকার দিলে লোকজন আসার পূর্বেই দোকানে থাকা কোরবানির ১০ হাজার টাকা ও আনুমানিক ৩০ হাজার টাকার মালামালসহ চারটি মাজারের দান বাঙ্সহ দোকানঘরটি পুড়ে ছাই হয়ে যায়। পরদিন স্থানিয়রা এসে ঘটনাস্থল পরিদর্শন করে আপসুচ করেন। গ্রামের ইউপি মেম্বার ফয়েজ আহমেদ ও প্রভীদ সরকার ঘটনার স্থলে গিয়ে আগুনে পুড়ে যাওয়া আলামত দেখতে পান।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।