সাখাওয়াত হোসেন (মিথুন)ঃ
হাজীগঞ্জে প্রতিটি বিক্রয়কেন্দ্রের অন্যতম স্থান গুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন এর নেতৃত্বে ভ্রাহ্মমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে হালাল পণ্য বিক্রি নির্দেশ দিচ্ছেন। অথচ অশাধু ব্যবসায়ীরা জরিমানা দেওয়ার পর পুনরায় আগের মতো ভেজাল মিশ্রিত পণ্য বিক্রি করছে। এমন কি আগের তুলনায় অনেক বেশিও করে থাকে এ ব্যাপারে কারো কোন কর্ণপাত না থাকলেও থেমে নেই প্রশাসন। হাজীগঞ্জ বাজারের পতিটি গলীতে অভিযান হয়ে থাকলেও একেবারেই পার পেয়ে যাচ্ছে হলুদ পট্টির অনেক ব্যবসায়ীরা। গোপন সূত্রের মাধ্যমে জানা গেছে যে, হলুদ পট্টির কয়েকটি ভাংগারী মেশিনে হলুদের সাথে এনকর ডাল/বুটের ডাল ও নিম্ন মানের আটা মেশানোর হিড়িক চলছে। প্রাচীন কালের কাঠের পাল্লা দ্বারা ওজন দিয়ে ক্রেতাদের ঠকানো হচ্ছে। এছাড়াও হলুদের মধ্যে মিশানো হচ্ছে রং পাকা করার উন্নত মানের পাউডার যাহা পরমালিনের চেয়ে মারাক্তক ক্ষতিকারক। কিছু ভালো ব্যবসায়ী আছেন তারা অসাধু ব্যবসাীদের কারণে ব্যবসা মূলধান খাটিয়ে লছ গুনতে হচ্ছে এবং হালাল ভাবে ব্যবসা পরিচালনা করার বাধা হয়ে দাড়িয়েছে। হাজীগঞ্জ মুখোশধারী বড় ব্যবসায়ীরা নানান কৌশলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। প্রশাসনের নানামূখি উদ্যোগ থাকায় কালোবাজারীরা তেমন সুবিদা করতে পারছেনা বলে অন্যত্রে সমালোচনার ঝড় তোলে। হাজীগঞ্জে অনেক প্রশাসন কর্মকর্তা এসেছে ভ্রাহ্মমান আদালতে এতোটা শক্রিয় ভূমিকা রাখতে পারেনি। বর্তমান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বলেছেন আমি যতো দিন থাকবো হাজীগঞ্জেবাসীর জন্য কিছু নমুনা রেখে যাবো এবং অসৎ কালোবাজীরীরা যত শক্তিশালী হোক আইনের ফাক দিয়ে রেহাই পাবেনা। এমরান হোসেনের কথায় আনন্দদিত হয়েছেন। হাজীগঞ্জের প্রেস ক্লাবের সকল সংবাদ কর্মী। হাজীগঞ্জে পুরো রমজানে ভ্রাহ্মমান আদালত অব্যাহত রেখে মূখোস ধারী অসৎ ব্যবসায়ীদের চেয়ারা উন্মোচিত কর সস্থির নিংশ্বাস ফেলবে সাধারণ ক্রেতারা। শুধু তাই নয় ভারতীয় যত মশল্লা বাজারে বিক্রি হচ্ছে তাও হলুদ পট্টি থেকে প্রসারিত হচ্ছে। এসব কিছু নিয়ন্ত্রনে আনতে সার্বক্ষনিক সহযোগীতার প্রয়োজন। আইনের মাধ্যমে এদের কৃতকার্যের জবাবদিহী থাকলে এবং সাজা প্রদান করলে হাজীগঞ্জ বাজার একদিন চাঁদপুর-কুমিল্লা নয়, বাংলাদেশের রাজধানীর সাথে তুলনা করা যাবে। তাই এইদের দমনে প্রশাসনের ভূমিকাই যথেষ্ঠ।
কোরবানির ঈদকে সামনেরেখে
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।