সাখাওয়াত হোসেন (মিথুন):
হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেঙ্ ও আলীগঞ্জ সদর হাসপাতালের এবং বেসরকারি প্রায় সবগুলো ক্লিনিক ও হাসপাতাল গেটে, হাসপাতালের ভেতরে এবং ডাক্তারদের চেম্বারের আশে পাশে সর্বক্ষন দালালদের ঘোরাফেরা। দালালরা রোগীদের প্রতি এমন সতর্ক ও পরামর্শ বাণী দিয়ে সম্প্রতি হাজীগঞ্জের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে। রোগী আসামাত্রই বিভিন্ন হাসপাতালের চিকিৎসাকদের কাছে যাওয়ার গতিপথ রোধ করেন। প্রতিদিন রোগীরা এভাবে সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের কাছে থেকে বিনা মূল্যে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন দালালদের কারণে। ভুলিয়ে-ভালিয়ে নানা অপকৌশলে নিজেদের ক্লিনিকে নিয়ে যান। গরিব-নিরীহ রোগীরা দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন। হাজীগঞ্জের সুহিলপুর গ্রামের ইয়াছিন মিয়া বলেন, গত কয়েক দিন আগে আমার স্ত্রীকে নিয়া সরকারি হাসপাতালে একজন মহিলা ডাক্তারের কাছে যাইতেছিলাম। ‘গেইটের ভেতর ঢোকার পরই দুই-তিনজন লোক আইসা আমাগো কম খরচায় ভালো ডাক্তার দেখানোর কথা কইয়া কৌশলে পাশের একটি প্যাথলজিতে নিয়া যায়। হেনো বেশি টেয়া দিয়া চিকিৎসা করাই। টেষ্টও করান লাগে। পরে বুঝজি আমাগো ঠকানো অইছে।’
সংশিষ্ট সূত্রগুলো থেকে জানাযায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ সহ বিভিন্ন হাসপাতালের অফিস চলাকালে প্রত্যন্ত্ম এলাকা থেকে রোগী এলে রোগীদের নিয়ে দালালদের মধ্যে টানাটানি লেগে যায়। অশিক্ষিত, গরিব রোগীরা প্রায় প্রতিদিন দালাল ও প্রতারক চক্রের পাল্লায় পড়ে সরকারি স্বাস্থ্য কমপ্লেঙ্রে বিনা মূল্যের সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেঙ্রে একজন চিকিৎসা কর্মকর্তা জানান, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দালাল ও প্রতারক চক্রের সঙ্গে কমপ্লেঙ্রে কোনো কোনো চিকিৎসকও জড়িত আছেন এটা দুঃখজনক। এসব দালাল ও প্রতারক সেন্ডিকেটের দৌরাত্ম্য ও অপতৎপরতা বন্ধে আমাদের আর সচেতন হতে হবে সচেতন ব্যক্তি হিসেবে সাধারণ মানুষদের প্রতারক দেরথেকে সাবধান করা একজন সচেতন মানুষের কর্তব্য। এব্যাপারে প্রশাসনের কঠোর ব্যবস্থা এই দালাল সেন্ডিকেট ও প্রতারণা কার্যক্রম বন্ধকরে সাধারণ জনগনকে প্রতারণার হাত থেকে বাঁচিয়ে সঠিক চিকিৎসা নিতে সাহায্যকরবে। এমনটিই প্রত্যশা সচেতন মহলের।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।