রফিকুল ইসলাম বাবু ॥
হাজিগঞ্জ ১নং রাজারগাও ইউনয়ন পরিষদ নির্বাচনী প্রচারনায় সতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম পাটোয়ারীর আনারস মার্কার কর্মীর উপর হামলা চালিয়েছে নৌকা মার্কার প্রার্থী আবদুল হাদির দলিয় কর্মীরা। এতে করে আনরস মার্কা কর্মীর মধ্যে সহিংসতায় ১০ জন আহত হয়েছ।এছাড়া নির্বাচনী সহিংসতায় ঐ এলাকার ৫টি দোকানসহ আনারস মার্কার নির্বাচনী প্রচারনার অফিস ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রন করে। জানা যায়, প্রতিদিনের ন্যায় সতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম পাটোয়ারীর (আনারস) মার্কার কর্মীরা পশ্চিম রাজারগাও ৪নং ওয়ার্ডের মৌলবি বাড়ির জমজম ব্রীজের সামনে ভোট চাইতে গেলে উৎত পেতে থাকা নৌকা প্রার্থীর সমর্থকরা লাঠি-ছোটা নিয়ে তাদের উপর অতর্কীত হামলা চালায়। এতে করে আনারস মার্কার কর্মীরা ঘটনাস্থলে ১০ আহত হয়। স্থানীয় এলাকার লোকজন তাদেরকে প্রথমে হাজিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ৭জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। আহত বাকী ৩ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে গুরুতর অবস্থা দেখে আব্দুস সোবহান (৩৫) কে দ্রুত ঢাকায় প্রেরণ করে। বাকীরা মুকুল আলী (২৫), জসিম (২৫), কালু (২২), শাহাদাত (২৫), মাইনুদ্দিন (২২) সহ অজ্ঞাত আরো অনেকে চাঁদপুর সরবারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ ও মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।