রফিকুল ইসলাম বাবু ঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদের সুনাম নষ্ঠ করতে অত্র ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে ইউনিয়নের ৪ মেম্বার। মেম্বার গণের এ অভিযোগের কারনে এলাকায় মিশ্র প্রতিক্রীয়া দেখা দিয়েছে। অনেকেই একে পরিষদের সুনাম নষ্ট করার চক্রান্ত ও সরকারের উন্নয়ন কাজকে বাঁথা সৃর্ষ্টি বলে মনে করছেন। অভিযোগের বিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন লিটুর কাছে জানতে চাইলে তিনি বলেন, অত্র পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার রবিউল হোসেন মিজি, ৫নং ওয়ার্ডের খোরশেদ আলম, ৬নং ওয়ার্ডেও মুহনুল হক মৃধা ও ৯নং ওয়ার্ডেও হাবিবুর রহমান সুজন এ ৪জন মেম্বার পরিষদের সুনাম ও ভাবমূর্তি নষ্ট করতে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়েছে। আমি ও আমার পরিষদেও অন্য মেম্বাররা তাদেও অপকর্মের বিরোদ্ধে কথা বলায় তাদেও অপকর্ম থামাচাপা দিতে এ মিথ্যা অভিযোগ করেছে। তারা আমার পরিষদের ৩ জন মহিলা মেম্বারের কাছ থেকে সাদা কাগছে সই নেই এই বলে যে এমপি মহোদয়ের কাছ থেকে বরাদ্ধ আনতে এ সইয়ের কাগজ কাজে লাগবে। আসলে পরে তারা এ সইকৃত কাগজে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ লিখে আমাকে ফাসানেরা চেষ্টা করছে। এদের মধ্যে মেম্বার রবিউল হোসেন বিএনপির ডোনার ও নেশাগ্রস্থ লোক। সে বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতে ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এ কাজ করেছে। এছাড়াও তারা ষড়যন্ত্র করে সচিব ও চেয়ারম্যানের রুম নেমপ্লেট খুলে ফেলে দেয়। অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি গায়েব করে। এ বিষয়ে ১, ২ ও ৩ এর মহিলা মেম্বার জাকিয়া আক্তার বলেন, অভিযোগকারী ৪ মেম্বার বিভিন্ন বিষয়ে তাদের স্বার্থ হাসিল করতে না পারায় আজ চেয়ারম্যানের বিরোদ্ধে ওঠে পওে লেগেছে। তাদেও এ অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। ২নং ওয়ার্ডের পুরুষ মেম্বার আলাউদ্দিন বলেন, পরিষদেও সুনাম ক্ষুন্ন করতে আমাদেরই ৪ সহযোদ্ধা চেয়রম্যানের বিরোদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। ৪ জনের মধ্যে সফিউল আওয়ামীলীগের লোক সেজে বিএনপি ও জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমাদের চেয়রাম্যান জনননেত্রী শেখ হাসিনার মার্কা নিয়ে জনগণের ভোটে নির্বাচিত। তিনি সরকারের উন্নয়নকাজ সঠিকভাবে কওে যাচ্ছেন আর তারা সরকারের এ উন্নয়ন কাজকে নষ্ট করতে ও পরিষদেও সুনাম নস্ট করতে চেয়রম্যান মহোদয়ের বিরোদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। ৪নং ওয়ার্ডের পুরুষ মেম্বার হাবিব মোল্ল্যা বলেন, দলের ভাবমূর্তি নষ্ট করতে ও চেয়ারম্যাপনের কাজের প্রতি ঈর্সান্বিত হয়ে ৪জন মেম্বার মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে অভিযোগকারী ৪ মেম্বারের সাথে ফোনে যোগাযোগ করা হলে তাদের ফোনে পাওয়া যায়নি।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- হাজীগঞ্জ
- /
- হাজীগঞ্জ ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন লিটু ও পরিষদের বিরুদ্ধে নানমুখী ষড়যন্ত্র
আরও সংবাদ
হাজীগঞ্জে মালবাহী মিশুক উল্টে ব্যবসায়ীর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে মালবাহী মিশুক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে মো. মিজানুর রহমান (৪৫) নামে... বিস্তারিত
হাজিগঞ্জের দুই বোনের একসাথে বিসিএস জয়!
গুলে জান্নাত সুমি ও জান্নাতুন নাঈম খুশবু দুই বোন। বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। তাঁরা এবার ৪১তম... বিস্তারিত
হাজীগঞ্জ শাহরাস্তি,তে ইঞ্জি. মোহাম্মদ হোসাইন বিভিন্ন সামাজিক কার্যক্রমে…
সোমবার ৩১ জুলাই দাপ্তরিক কাজ শেষে অনির্ধারিত কর্মসূচিতে শাহরাস্তি এবং হাজীগঞ্জ দুই উপজেলা... বিস্তারিত
শিয়ালের মাংস বিক্রি দুই ব্যক্তিকে জরিমানা
হাজীগঞ্জ বাজারে শিয়ালের মাংস বিক্রির দায়ে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে ১০ হাজার টাকা... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।