ফাহিম শাহরিন কৌশিক খান
চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ প্রিমিয়ার হাসাপাতালের মালিক মোবারক ডাক্তারের বাসার ২য় তলায় আল-আমিন স্কুল পড়–য়া ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
গত ১১ এপ্রিল শুক্রবার বিকেলে মূমুর্ষাবস্থায় অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনা ধাপা চাপা দেয়ার জন্য তার পরিবারের লোকজন পুলিশকে না জানিয়ে ময়না তদন্ত ছাড়াই নিহত শাহেদ (১৫)-কে অ্যাম্বুলেন্সযোগে তার নিজ বাড়ি ফরিদগঞ্জ সুবিদপুর গ্রামে তড়িৎগতিতে দাফন করে।
ঘটনার বিবরণে জানা যায়, সিভিল ইঞ্জিনিয়ার সফিকুর রহমান চৌধুরী মারা যাওয়ার পর থেকেই তার স্ত্রী ছেলে, মেয়ে চাঁদপুরে বাসা ভাড়া নিয়ে থাকতো। গত ৪ বছর পূর্বে প্রিমিয়ার হাসপাতালের মালিক মোবারক ডাক্তারের বাড়ির ২য় তলায় দক্ষিণ পাশে ভাড়া নিয়ে বসবাস করতো। সাহেদ আল-আমিন স্কুলে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলো। বখাটে ও নেশাগ্রস্ত ছেলেদের সাথে থেকে অন্ধকার জগতে চলে যায়। প্রতিদিন নেশার টাকার জন্য মা ও বোনের সাথে ঝগড়া করতো। ঘটনার দিন সকালে অজ্ঞাত কারণে তার মুখমন্ডলে আঘাত নিয়ে বাসায় এসে বিছানায় পড়ে থাকে। এ অবস্থা দেখে তার মা ও বোন মোবারক ডাক্তারকে খবর দিয়ে বাসায় নিয়ে দেখায়। তার চোখের আঘাত পেয়ে ফুলে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্ত বের হতে থাকে। তার অবস্থার অবনতি দেখে মোবারক ডাক্তার তাকে চাঁদপুরের বাইরে ঢাকার ইবনে সিনা হাসপাতালে রেফার করে। প্রিমিয়ার হাসপাতালের অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেয়ার পথে মেঘনা সেতুর কাছে যাওয়ার পরই তার মৃত্যু ঘটে। সাহেদকে প্রিমিয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।
একটি সূত্র জানায়, তার ঘনিষ্ঠ বন্ধু লিজন ও ল্যাংটা বাড়ির বখাটে নেশাগ্রস্ত বেশ ক’জন ছেলেদের সাথে সে প্রতিনিয়ত চলাফেরা করতো। ঘটনার দিন অজ্ঞাত কারণে তার সাথে বন্ধুদের মারামারি হয়। তার বন্ধুরা তাকে আঘাত করলে সে আহতবস্থায় বাসায় এসে বিছানায় পড়ে যায়। তার মা নাসরিন ও বোন হিরা বাসায় একা ছিলো। তারা ডাক্তারের শরণাপন্ন হয়ে ঢাকায় নেয়ার পথে মৃত্যু ঘটে। ঘটনা ধামাচাপা দেয়ার জন্য কাউকে বুঝতে না দিয়ে অ্যাম্বুলেন্সযোগে সাহেদকে ফরিদগঞ্জ সুবিদপুর গ্রামে নিয়ে দাফন করে।
এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা দায়ের করা হয়নি। গতকাল মৃত সাহেদের বাসায় চাঁদপুরের কয়েকজন সাংবাদিক গিয়ে তার পরিবারের কাউকে পায়নি। এ ব্যাপারে ডাক্তার মোবারকের কাছে জানতে চাইলে তিনি বলেন, সাহেদের মা খবর দিলে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তার বাসায় গিয়ে মুখমন্ডলে আঘাত প্রাপ্ত দেখতে পাই। কি কারণে এ ঘটনার সূত্রপাত তা কিছুই জানা যায়নি। তার অবস্থার অবনতি দেখে ঢাকায় রেফার করা হলে পথিমধ্যে তার মৃত্যু ঘটে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।