
সংবাদদাতা: চাঁদপুর সদর উপজেলার বিএনপির সভাপতি, শাহজালাল মিশনের অসুস্থতায় তার রোগমুক্তি কামনায় হানারচর ইউনিয়নে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ শুক্রবার জুম্মার নামাজের পর চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে হরিণা বজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হরিনা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আঃ রশিদ।
এসময় উপস্থিত ছিলেন ১৩ নং হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ মাস্টার, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোক্তার হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক, ডাঃ মোঃ নজরুল ইসলাম বেপারী, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন গাজী, যুবদল নেতা মাহবুব, আনু গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু বেপারী প্রমুখ।
এ ছাড়া ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন ।
উল্লেখ্যঃ চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভিপি শাহাজালাল মিশন হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/