====================
দ্রুত বীর্যপাত? প্রিয়জনের কাছে লজ্জিত? ১ ঘন্টায় সমাধান, সাতদিনে চিরমুক্তি। (১৮+)
বর্তমানে হারবাল ব্যাবসার নামে চলচে এক অভিনব প্রতারনা।
চাপাবাজি আর কত? প্রশাসন যেখানে নিরব সেখানের আমরা বলে লাভ কি।
হারবাল ব্যাবসার নামে হাতুডে ডাক্তাররা হয়েছে সফল ব্যবসায়ি। যাদের অধিকাংশ স্বাক্ষর শিক্ষিত। একটা স্বাক্ষর ব্যাতিত আর কিছু দিতে পারেনা, তারাও ডাক্তার! আচার্যর বিষয় হলো এই ডাক্তার গুলি প্রেসক্রিপশানে লিখে দিচ্ছে হাজার হাজার টাকার ঔষধ।
একনজরে হারবাল ব্যাবসায়িদের চাপাবাজি বিজ্ঞাপন গুলা দেখে নিন। যা অধিকাংশ ভিত্তিহীন।
১.দ্রুত বীর্যপাত, সাত দিনে চির মুক্তি।
২.আপনার স্ত্রীরির কাছে যেতে ভয় পান, স্ত্রীরিকে আনন্দ দিতে পারছেননা? তাহলে চলে আসুন আমাদের কাছে। ১০০% পারচেন্ট গ্যারান্টি সহকারে সুচিকিতিৎসার নিশ্চিয়তা।
৩.লিঙ্গ বড করার মলম ১২০০ টাকা।
৪.আপনি কি আপনার স্তন ছোট বা বড করতে চান? বড স্তন নিয়ে সমস্যায় আছেন? সুঢৌল স্তনের জন্য চলে আসুন আমাদের কাছে।
৫. সুদুর চিন থেকে আমদানি. সময় বৃদ্ধির এক মহৌষদ মাত্র ১৫০০ টাকা।
৬. আপনার লিঙ্গ বাঁকা? আগা মোটা? কোন সমস্যা নাই, আপনার সেবায় আমার নিয়যিত।
৭. অনিয়মিত মাসিক যাদের তাদের জন্য আছে কলকাতার বিখ্যাত <<<<<<<
৮.আপনি জানেন কি? একবার স্বপ্নদোষ একশত বার মিলনের মতো বিপদ জনক। স্বপ্নদোষের স্থায়ি সমাধান একমাত্র আমরাই দিচ্ছি।
৮. চিকন সাস্থ মোট করুন।
৯. বিয়ে করতে ভয় পাচ্ছেন? পুরুষলিঙ্গের শক্তি কম। সাতদিনে চিরমুক্তি।
এর চাইতে আরো জগন্য ভাষায় বিজ্ঞাপন আছে, যা ব্লগের শিষ্টাচার রক্ষার্থে আমি লিখলামনা।
যারা এই জাতিয় হারবাল ব্যাবসায়িদের খপ্পরে পডেছেন তাদেরকে নতুন করে আর কিছু বলার নেই। এদের মধ্যে এমন অনেক আছে তারা ধার করজ করে ঔষধ নিয়েছেন। কিন্তু এই স্পর্শকাতর রোগ গুলার কথা কেয় লজ্জায় বলেওনা। তাই এখন এই জাতিয় ব্যবসায়িদের জয়জয়কার অবস্থা।
বিবাহিত পুরুষদের প্রতি বলতেছি, আপনাদের যদি দ্রুত বীর্যপাত হয় তাহলে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়াই ভালো। এই চটকদার বিজ্ঞাপন যারা দেয় তারা অধিকাংম মেট্রিক পাশ। গুটি কয়েক আছে অভিজ্ঞ। কিন্তু তারা আপনাকে ওষধ লিখে দিবে হাজার হাজার টাকার।
দরুন আপনি মোটা হওয়ার জন্য গেলেন। এরা বলবে স্বপ্নদোষের জন্য মোটা হচ্ছেননা এটার কোর্স ফি ১৫০০ টাকা, খাওয়ার রুচির জন্য ২০০০ টাকা। আর মোটা হওয়ার জন্য ১০০০ টাকা।
অনেকে আবার টেস্ট করে তাদের কি দ্রুত বীর্যপাত হয় নাকি দেরিতে হয়। ফলে এই কাজটা করতে গিয়ে অনেকে অনৈতিক কাজে জডিত হয়ে যায়। অনেকে আবার পতিতা পল্লিতে গিয়ে টেস্ট করে তাদের বীর্য ঠিক আছে কিনা। এই সব যেীন উত্তেযক বিজ্ঞাপন থেকে রেহাই পাচ্ছেনা কোমল মতি শিশুরাও, অথছ প্রশাসন সেখানে নিরব। এই যৌন উত্তেযক বিজ্ঞাপন বন্ধ করা উচিত নই কি?
যাদের স্বপ্নদোষ হয় তাদের প্রতি-
স্বপ্নদোষ না হওয়াটাই যৌন রোগের লক্ষন। যাদের কোন দিন স্বপ্নদোষ হয়নাই তারা বিসেষজ্ঞ ডাক্তারের পারামর্শ নিতে ভুলবেনা।
কিন্তু যাদের প্রতিদিন স্বপ্নদোষ হয়, তারাও বিসেষজ্ঞ ডাক্তারের কাছে যোগাযোগ করুন।
লিঙ্গ ছোট বা বড, আগা মোটা বা চিকন এটা কোন সমস্যা না। আপনি যখন উত্তেযিত হবেন সব ঠিক হয়ে যাবে। এই সমস্যার জন্য ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন মনে করিনা।
এটার জন্য অনেক চটকদার হারবাল ব্যাবসায়ি মলম দিয়ে থাকে, কিন্তু এটার পার্শপ্রতিক্রিয়া খুব ভয়াবহ। অনেকে ধ্বজ্জ ভংগ রোগের শিকার হন।
চিকন সাস্থ মোটা করুন, স্থায়ি সমাধান। কোন পার্শপ্রতিক্রিয়া নাই। এমন বিজ্ঞাপন জাতিয় পত্রিকায়ও দেয় তারা।
যেনে রাখা ভালো, প্রত্যেক প্রকার ওষধেই পার্শপ্রতিক্রিয়া আছে। স্থায়ি ভাবে মোটা কেয় হতে পারেনা। বিভিন্ন কারনে মানুষের সাস্থ ভেংগে পডে। কিন্তু ওষধ খেয়ে মো্টা হলে আপনি কিডনি রোগ সহ যাবতিয় কঠিন রোগে ভুগতে পারেন।
এদের আরেকটা প্রতারনা যা খুবই জগন্য।
বিভিন্ন নামি দামি ব্র্যান্ড থেকে ঔষধ নিয়ে তারা ঔষধের গায়ে সকল কিছু পরিবর্তন করে। এবং মুল্যও তুলে পেলে, তারা এই ঔষদ চডাদামে বিক্রি করে। অথছ তারা একটা ঔষধ দরুন ১২০ টাকা দিয়ে নিয়ে বিক্রি করে ২০০০ টাকা। এটা খুবই অবিশ্বাস্য, কিন্তু বাস্তব। যা আমার নিজের ছোখে দেখেছি।
মহিলাদের জন্য কিছু লিখতে পারিনি বিধায় দুঃখিত। কিন্তু সকলের প্রতি অনুরধ এই সব চটকদার বিজ্ঞাপন এডিয়ে চলার জন্য।