মেডিকেল প্রতিনিধি-
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এক রোগীকে বোন পরিচয় দিয়ে তার ব্যাগ ছিনতাই করে নিয়েছে অজ্ঞাত ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে গতকাল ২ অক্টোবর বুধবার দুপুর সাড়ে ১২ টায়।
জানা যায়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা মুন্সীরহাট এলাকার নাছিমা বেগম নামে এক মহিলা তার শিশু সন্তানকে নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সার্জারি ডাক্তারকে দেখানোর জন্য নিয়ে আসে। নাছিমা বেগমের শিশু সন্তানটি হাত ও পাঁয়ে আঘাতজণিত কারণে গত কিছুদিন পুর্বে তা প্লাস্টার করানো হয়। ঐ প্লাস্টারটি কাটানোর জন্যই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আসেন। প্লাস্টারটি কোথায় কাটানো হয় তা ঐ অজ্ঞাত ব্যাক্তিকে নাছিমা বেগম জিজ্ঞাসা করে। তখন ঐ অজ্ঞাত ব্যাক্তিটি নাছিমা বেগমকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্মকর্তাদের সে শিশুটিকে দেখিয়ে বলে এটি আমার ভাগিনা তার প্লাস্টার কাটতে হবে। প্লাস্টারটি কাটা হলে বাথরুমে গিয়ে প্লাস্টার ব্যাবহারের পানিতে ভিজাতে গেলে ঐ অজ্ঞাত ব্যক্তি নাছিমা বেগমের কাছ থেকে টাকার ব্যাগটি নিয়ে সবার চোখের সামনে থেকে পালিয়ে যায়। এ অভিনব প্রতারণার ফাঁদে যেন আর কেউ না পড়ে সেই জন্য হাসপাতালে আসা রোগীদেরকে সতর্ক থাকতে হবে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।