প্রতিনিধি==
হাজীগঞ্জের শুকরান হাসপাতালে ডাক্তারদের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু হয়েছে বলে দাবি নিহতের পরিবারের। মঙ্গলবার দুপুর আড়াইটায় হাজীগঞ্জ থেকে মুমুর্ষ অবস্থায় নিহত জান্নাত বেগম (২৫) কে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা দেয়ার পূর্বেই মারা গেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানায়। নিহত জান্নাত হাজীগঞ্জ উপজেলার সুইলপুর গ্রামের দিনমজুর মো. ফরিদের স্ত্রী। নিহতের স্বজনরা জানায়, গতকাল মঙ্গলবার সকালে তার প্রসব বেদনা উঠলে তাকে পরিবারের লোকজনের সহযোগিতায় হাজীগঞ্জ শুকরান হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার ইফ্ফাত আরাসহ আরো দু’জন ডাক্তারের সহযোগিতায় জান্নাতের ডেলিভারী করলে মৃত নবজাতক হয়েছে বলে জানায়। একই সময় জান্নাতের অবস্থা অতিরিক্ত রক্তক্ষরনে খুবই আশঙ্কাজনক বলে চিকিৎকসরা কুমিল্লা অথবা চাঁদপুরে নিয়ে যাওয়ার জন্য স্বজনদের বলে। তাদের কথামত চাঁদপুরে নিয়ে আসলে জান্নাত মারা যায়। মৃত জান্নাতের ভাই রুবেল জানায়, শুকরান হাসপাতালে আমার বোনকে নিয়ে আসলে, তারা রোগীর ওই সময়কার অবস্থা ভালোভাবে না জেনে তাৎক্ষনিক ডেলিভারি করায় মা ও নবজাতকের মৃত্যু হয়েছে। হাসপাতালের কর্তৃপক্ষই এ দু’টি মৃত্যুর জন্য দায়ী বলে দাবি করেন নিহতের পরিবার। একটি বিশ্বস্থ সূত্র জানায়, ইতোপূর্বে এ হাসপাতালে এ ধরনের ভুল চিকিৎসায় অনেক রোগীর মৃত্যু ঘটেছে এবং তারা শুধুমাত্র বাণিজ্যিক চিন্তা-ভাবনায় হাসপাতাল পরিচালনা করে আসছে। নিহত জান্নাতের পরিবার সূত্রে জানাযায়, রাতেই মা ও নবাজতকে তাদের পারিবারিক কবর স্থানে জানাযা শেষে দাফন করা হয়।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।