প্রেস বিজ্ঞপ্তি ঃ
চাঁদপুর সদর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মোঃ আবুল বাসার। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার চাঁদপুর সদর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ আহমেদের অবসর জনিত কারনে একই পদে তিনি যোগদান করেন।
যোগদানের সময় জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও বর্তমান হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সফিউদ্দিন আহমেদ, সাবেক প্রধান শিক্ষক ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক হাফেজ আহমেদ, প্রেসকাবের সাবেক সভাপতি গোলাম কিবরীয়া জিবন, বর্তমান সাধারণ সম্পাদক রহিম বাদশা, ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক মোশারফ হোসেন লিটন, কমিশনার সহদেব ঘোষ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোঃ আবুল বাসার ৩০ নভেম্বর ১৯৫৭ সালে হাজীগঞ্জ উপজেলাদিন তারাপল্লা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম গোলাম আলী মাষ্টার হাজীগঞ্জ উপজেলার একজন স্বনামধন্য শিক্ষক এবং প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃস্থানীয় কর্মকর্তা ছিলেন। তিনি ১৯৭৯ সালের ২৭ জানুয়ারী সহকারী শিক্ষক হিসেবে প্রথমে বৃহত্তর মতলব উপজেলাধিন মুদাফর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মময় জীবন শুরু করেন। পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা লালপুর বালুধুম ও পুর্ব জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সফলতার সহিত শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। ১৯৮৭ সালে উত্তর পশ্চিম তরপুরচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন। ১৯৮৮ সালে একই উপজেলাধিন চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে আসার পর বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অত্যন্ত সফলতার সহিত কার্যক্রম চালিয়ে যান।
তিনি শিক্ষকতা কর্যক্রমের শুরু থেকেই প্রাথমিক শিক্ষকগণের সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সক্রিয় কর্মী হিসেবে ১৯৮৪ সালে চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা ও জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দির্ঘ সময়ে দায়িত্ব পালন করে আসছেন। ২০০৮ সালে কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ২০১২ সালে কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন। তিনি ওয়ার্ল্ড ফেডারেশন অব টিচার্স ইউনিয়নের সদস্য হিসেবে শ্রিলংকা ও ভারতে কয়েকবার সফর করেন। চলতি বছরের ১০ থেকে ১২ জানুয়ারিতে ভারতের নয়া দিল্লীতে ওয়ার্ল্ড ফেডারেশন অব টিচার্স ইউনিয়নের ১৮তম অধিবেশনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি একজন বীরমুক্তিযোদ্ধা।
তিনি চাঁদপুরবাসীর কাছে দোয়া কামনা করেন যেন, আগামী দিনগুলোতে সততা ও নিষ্ঠার সাথে এ স্কুলের কার্যক্রম পরিচালিত করতে পারেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।