অভিজিত রায় ॥
হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দিনব্যাপী খেলায় বিভিন্ন ইভেন্টে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা খেলায় অংশ গ্রহণ করে। বিকেলে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি বক্তব্যে বলেন এ বিদ্যালয়টি শুধু চাঁদপুর জেলার নয় দেশের একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠের স্থান অর্জন করেছে। বিদ্যালয়টি পড়ালেখা, খেলাধূলাসহ সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের স্থান ধরে রাখছে। আর এর জন্য স্কুলের পরিচালনা পর্ষদ, শিক্ষকমন্ডলী ও অবিভাবকদের অবদান রয়েছে। তোমরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলার চর্চা করে যাবে। খেলাধুলা নিজেকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে ওঠতে সহযোগিতা করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সর্দার আবুল বাশার। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শফিউদ্দিন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, সদর থানার অফিসার ইনচার্য আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে পরিচালনা করেন বিদ্যালয়েল সাবেক প্রধান শিক্ষক হাফেজ আহমেদ, সহকারী শিক্ষক নাজমা বেগম ও সাহাবুদ্দিন।
অন্যদিকে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হুমায়রন কবির, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য অধ্রাপক মোশারফ হোসেন লিটন। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা অকে এম মোস্তাক আহমেদ,আব্দুল খালেক, অবিভাবক সদস্য অধ্যাপক আব্দুর রহমান, শাহানারা বেগম প্রমুখ।