স্টাফ রিপোর্টার:
॥ হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা ও শান্তি প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।
ক্রীড়া পরিচালনার দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ মনজিল হোসেন। ধারবর্ণনায় ও ঘোষণায় ছিলেন মোৎ মঞ্জুলুর আলম, মুহাম্মদ শহীদ উল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, ওয়াসিম উদ্দিন, মোঃ আতি উল্যাহ ও শরীফুল হাসান। এছাড়াও নিমন্ত্রণে আহবায়ক প্রাণকৃষ্ণ দেবনাথ, আপিল কমিটির আহবায়ক হা. মু. মাহবুব ওয়ালী খান, শৃংখলা কমিটির আহবায়ক মোঃ আবু ছালেহ, খেলার সরঞ্জাম সংরক্ষণের আহবায়খ মোঃ আব্দুল মান্নান, ফলাফল সংরক্ষণ ও প্রশংসাপত্র লিখন কামটির আহাবয়ক মোঃ শাহজাহান, ফিল্ড ইভেন্টের আহবায়ক মোঃ সিরাজাল আসলাম পাটওয়ারী, পুরষ্কার ক্রয় ও ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মায়া মজুমদার, আপ্যায়ন কমিটির আহবায় মোঃ দীন ইসলাম ভ্ঞূা। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক সুলতানা ফেরদাউস আরা, মোঃ শাহজাহান, মোঃ মকবুল হোসেন, সহকারী শিক্ষক আব্দুল আজিজ শিশির, আয়েশা আক্তার, রাজিয়া সুলতান, নারগিস জাহান, কিংকর চন্দ্র সাহা, থন্দকার নুরেন, গৌরাঙ্গ চন্দ্র সরকার প্রমূখ। ক্রীড়া প্রতিযোগীতায় ছাত্ররা ১শ’ মিটার দৌড়, ৮র মিটার বিস্কুট দৌড়, মোরড় লড়াই, স্মৃতি পরীক্ষা, অংক দৌড়, বস্তা দৌড়, গোলক নিক্ষেপ, ধীর গতীতে সাইকেল চালনা, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, সংগীতের তালে তালে চেয়ারে উপবেশন খেলায় অংশ নেয়।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।