স্টাফ রিপোর্টার
চাঁদপুর হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মাওলানা আ ন ম মোখলেছুর রহমান অদ্য ২৫ জুলাই বিকেলে শহরের প্রফেসার পাড়া মোল্লা বাড়ী রোডের নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…..রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ১পুত্র, ৫কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। গতকাল বাদ মাগরীব প্রফেসার পাড়া রহিমখান জামে মসজিদের সামনে মরহুমের জানাযা শেষে শাহরাস্তির গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে।
জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহিম পাটওয়ারীর শশুর মাওলানা আ ন ম মোখলেছুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মো: শাহজাহান মিয়া, শহর আমীর মো: শাহ আলম, মো: সাইফুল আলম, সদর আমীর জাহাঙ্গীর আলম প্রধান, সেক্রেটারী নাছির উদ্দিন, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।
শিরোনাম:
শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।