প্রেস বিজ্ঞপ্তি
আজ শুক্রবার পবিত্র জুমার খুতবায় হিজরি নববর্ষ পালনের গুরুত্ব তুলে ধরে মসজিদের খতিব ও ইমাম সাহেবদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতি।
গতকাল বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান সংগঠনের জেলা সভাপতি মাওলানা আহম সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা জুলফিকার হাসান মুরাদ ও যুগ্ম সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুর রহমান গাজ্ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নবী করীম (সাঃ)-এর মদীনায় হিজরত ইসলামের এক গুরুত্বপূর্ণ ঘটনা। তাই একে স্মারক হিসেবে গ্রহণ করে মুসলমানদের নিজস্ব ঐতিহ্য প্রতিষ্ঠার দাবিতে হযরত ওমর (রাঃ)’র সময়ে হিজরি সন চালু হয়। মানবতার মহান শিক্ষক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) তাঁর প্রিয় সহচরবৃন্দকে একান্ত স্নেহের পরশে সময়ের জ্ঞান শিক্ষা দিয়েছেন। বহু হাদিসে তার প্রমাণ বিদ্যমান। ঈমানের পরে ইসলামের অবশিষ্ট পঞ্চ বেনার চারটিই সময়ের সাথে সম্পৃক্ত। তাই নামাজ, রোজা, হজ্ব ও যাকাতের মতোই এ কার্যাবলি সময়মতো ও সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থেই সময়ের জ্ঞান রাখা প্রতিটি মুসলমানের অপরিহার্য কর্তব্য।
উল্লেখ্য, আগামীকাল ২৫ অক্টোবর ২৯ জিলহজ্ব শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে রোববার ২৬ অক্টোবর ১ মহররম হবে হিজরি নববর্ষের প্রথম দিন। আর বাংলাদেশের আকাশে শনিবার চাঁদ না দেখা গেলে সোমবার হবে ১ মহররম।