গতকাল চাঁদপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজেষ্ট্রেট রকিবুর রহমান হাজীগঞ্জ থেকে প্রকাশিত ‘হৃদয়ে চাঁদপুর’ নামে অবৈধ পত্রিকা প্রকাশে ভূয়া সম্পাদকের জরিমানা আদায় ও অবৈধ প্রক্রিয়ায় ‘পত্রিকা’ প্রকাশনা বন্ধ করতে নির্দেশ প্রদান করেছেন।
গত ১০ জানুয়ারি ভূয়া পত্রিকা প্রকাশনার দায়ে নির্বাহী ম্যাজেষ্ট্রেট রকিবুর রহমানের নেতৃত্বে হাজীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অবৈধ পত্রিকার ভূয়া সম্পাদক সাইফুল ইসলামকে একাধিকবার মোবাইল ফোনে না পেয়ে যত দ্রুত সম্ভব যোগাযোগ করতে নির্দেশ দিয়ে যান।
তারই ভিত্তিতে গতকাল ওই মোবাইল টিমের নিকট হাজির হয়ে ভূয়া সম্পাদক সাইফুল ইসলামকে প্রথমবারের মতো তিন হাজার টাকা জরিমানা করেন। পত্রিকাটির অবৈধভাবে প্রকাশনা বন্ধের নির্দেশ দেন।
মানবসমাজকে গতকাল নির্বাহী ম্যাজেষ্ট্রেট রকিবুর রহমান জানান, অবৈধ প্রক্রিয়ায় পত্রিকা প্রকাশের দায়ে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে জেল পর্যন্ত রয়েছে। প্রথমবারের মতো ভূয়া সম্পাদক হিসেবে প্রথমবারের মতো সর্বনি¤œ জরিমানা আদায় করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি মানবসমাজকে বলেন, একটি অভিযোগের ভিত্তিতে এ পত্রিকাটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া শুনেছি একই ভূয়া সম্পাদকই আরেকটি ভূয়া পত্রিকা প্রকাশনা করেন। সেটির নাম ‘হৃদয়ে বাংলাদেশ’। ওইসব ভূয়া পত্রিকার বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।
চাঁদপুর নিউজ সংবাদ