কচুয়া : হেফাজতে ইসলাম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর বলেছেন, হেফাজতের মতো কোনো সংগঠনকে সরকার গুরুত্ব দেয় না।
তিনি শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়া ডাকবাংলো সংলগ্ন মসজিদের নবনির্মিত মার্কেট উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, যেসব কথা হেফাজত ইসলামের তরফ থেকে বলা হচ্ছে, এবং যেসব কথার মধ্য দিয়ে আমাদের জনগোষ্ঠির অর্ধেক নারী সম্প্রদায়কে তেতুলের সঙ্গে তুলনা করা হয়েছে। তাদেরকে তেতুল তলায় বাস করতে দেন। মুসলমানদের মেলায় মানুষের মেলায় আসার জন্যে কোনো পথ রাখবেন না।
এর আগে তিনি বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকারে অধীনে এ দেশে আর কখনও নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন।।
এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপ-সচিব মিজানুর রহমান ভুঁইয়া, উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মেদ সুমন, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার প্রমুখ।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।